মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ একজন আটক


মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ একজন আটক

বাগেরহাটের মোংলা থেকে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ হরিণ আক্তার বিশ্বাস নামের একজনকে আটক করা হয়।

বুধবার ভোরে উপজেলার কানাইনগর এলাকায় পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই হরিণ শিকারিকে আটক করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড, পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস, পা, মাথা ও ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়েছে। আটক শিকারি ও জব্দ মাংসসহ অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×