মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া মরদেহ পড়ে ছিল ধানক্ষেতে
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
কুষ্টিয়া ভেড়ামারার একটি ধানের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পুরো মুখমণ্ডল পোড়া অবস্থায় থাকার কারণে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৬ নভেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বিলের মাঠ এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় চাষিদের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পুরো মুখমণ্ডল পোড়ানো অবস্থায় থাকার কারণে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির পরিচয় গোপন করতে হত্যার পর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, চাষিরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত এবং হত্যার কারণ জানতে এবং ঘাতকদের খুঁজে বের করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে।