সিদ্ধিরগঞ্জে মুক্তিপণ না পেয়ে হত্যা, পরিত্যক্ত ভবনে মিলল মরদেহ


সিদ্ধিরগঞ্জে মুক্তিপণ না পেয়ে হত্যা, পরিত্যক্ত ভবনে মিলল মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে তাকবির (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকার ওয়াপদা কলোনির একটি পরিত্যক্ত চারতলা ভবনের নিচতলা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত তাকবির একই ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে।

পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর ফেরেনি তাকবির। রাতেই অজ্ঞাত এক নম্বর থেকে ফোন করে জানানো হয়, তাকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করা হয়।

নিহতের বড় ভাই হৃদয় বলেন, “মঙ্গলবার রাতে একটি নাম্বার থেকে ফোন করে জানানো হয় আমার ভাই অপহৃত। তারা ৪০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা টাকা দিইনি। আজ দুপুরে জানতে পারি তার মরদেহ মিলেছে।”

তাকবিরের বাবা নূর মোহাম্মদ জানান, রাতে ছেলেকে না পেয়ে তারা বারবার ফোন করলেও কেউ রিসিভ করেনি। “বুধবার খবর পাই ওয়াপদা কলোনির পরিত্যক্ত ভবনে তার মরদেহ পাওয়া গেছে।”

স্থানীয়রা জানান, দুপুরে ভবনের নিচতলায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী মুক্তিপণের বিষয়ে যে ফোন করা হয়েছিল, সেই সূত্র ধরে আমরা তদন্ত শুরু করেছি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×