জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪


জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার জন আহত হয়েছেন। 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মলমগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মলমগঞ্জ এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯) এবং আরও দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের মধ্যে পিয়াসকে অবস্থার অবনতি হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুভকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসলামপুর থানার ওসি আ.স.ম. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকরা বিকেলে কুলকান্দি গ্রামের বাড়িতে ফরহাদকে রেখে ফেরার সময় মলমগঞ্জ বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর কর্মী-সমর্থকদের সঙ্গে বাক্যালাপ শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, “আমার কোনো লোক ওখানে যায়নি। যদি কেউ আমার পক্ষ থেকে এমন আচরণ করে থাকে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ইসলামপুর থানার ওসি আ.স.ম. আতিকুর রহমান জানান, “সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×