যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব গ্রেফতার
- যশোর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০৩ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
যশোর সার্কিট হাউস থেকে নিজেকে ভুয়া অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সার্কিট হাউস কর্তৃপক্ষ তাকে আটক করে থানায় হস্তান্তর করে।
সূত্রে জানা গেছে, আব্দুস সালাম বিভিন্ন সময়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উপস্থাপন করে ভিআইপি সুবিধা গ্রহণ করতেন। কখনও তিনি নিজেকে রংপুরের জেলা প্রশাসক হিসেবেও পরিচয় দিয়েছেন।
যশোর সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে আব্দুস সালাম সার্কিট হাউসের মোবাইল ফোনে ফোন করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। তিনি জানান, ঢাকা থেকে যশোর আসছেন এবং ব্যবস্থা গ্রহণ করে যশোর রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর অনুরোধ করেন। সার্কিট হাউস কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী গাড়ি পাঠায় এবং তাকে সেখানে নিয়ে আসা হয়। পরে যাচাই-বাছাই করার পর জানা যায়, তার দেওয়া পরিচয় মিথ্যা। এরপর তাকে আটক করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই করেন। জেলা পরিষদের সিইও এস. এম. শাহীনসহ আরও কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। পরে প্রতারক হিসেবে চিহ্নিত হলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামকে হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।