ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০


ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

‎ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার মারামারিও হয়। 

সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হলে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এছাড়া ২টি বাড়ি ভাঙচুর করা হয়।

‎পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×