টাঙ্গাইল কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু


টাঙ্গাইল কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল জেলা কারাগারে হাজতি থাকা আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া (৫০) মারা গেছেন। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুলতান মিয়া উপজেলার সৈয়দপুরপুর এলাকার হরিরপাড়ার বাসিন্দা ছিলেন।

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ অক্টোবর মির্জাপুর থানায় একটি মারামারির মামলা (নম্বর-১১) হয়, যার এজাহারভুক্ত আসামি ছিলেন সুলতান মিয়া। ২৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করে ২৭ অক্টোবর টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়। জেলহাজতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে বুকে ব্যথা দেখা দেয়ায় রাত ১১টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পুলিশ পরিবারের কাছে বিষয়টি জানিয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইলের জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, “মারামারির মামলায় গ্রেপ্তারের পর ২৭ অক্টোবর তাকে জেলহাজতে পাঠানো হয়। বুধবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×