নারী সেজে প্রেমের ফাঁদ, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার


নারী সেজে প্রেমের ফাঁদ, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নারী পরিচয়ে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তুলে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করার পর সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগে, রংপুরে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে রংপুর মহানগরের কলেজ রোড, আলমনগর ও বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. আজম আলী (২৫) ও তার সহযোগী মো. সাফায়েত হোসেন (২৫)কে আটক করা হয়। অভিযানে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পরিচালক ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “চক্রটি অনলাইনে ভুয়া নারী পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত। কথোপকথন বাড়িয়ে বিশ্বাস অর্জনের পর ভিডিও কলে আপত্তিকর দৃশ্য ধারণ করত। এরপর ভিডিও ভাইরাল হবে এমন ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করাই ছিল তাদের প্রধান কৌশল।”

মাহফুজুল আলম রাসেল জানান, গত ১৬ নভেম্বর ডিএমপির উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে দীর্ঘ গোয়েন্দা নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং রংপুর বিভাগীয় অফিস ও অর্গানাইজড ক্রাইম শাখার সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, আর চক্রের অন্যান্য সদস্য শনাক্তের জন্য অভিযান অব্যাহত আছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×