এইচএসসি-আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর


এইচএসসি-আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষিত ফলাফল ওই দিন সকাল ১০টা থেকে বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে। একই সঙ্গে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষার্থীদের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলও একই সময়ে তাদের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রকাশিত হবে। আবেদনকারীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন এসেছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হয়েছে।

উল্লেখ্য, এ বছর দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×