ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে আরও ভর্তি ৩১৯ জন


ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে আরও ভর্তি ৩১৯ জন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ৩১৯ জন রোগী।

বুধবার, ২৩ জুলাই, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, ঢাকা বিভাগের শহরের বাইরে ৫৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৬১ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহীতে ৩০ জন ও রংপুর বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩১ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৩৪৫ জন। আর এ বছর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। তার আগে ২০২৩ সালে এ ভাইরাসে মারা গিয়েছিলেন এক হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×