ব্যাপক খরার মধ্যেই ৭ দিন ধরে দাবানলে পুড়ছে ইরান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
ইরানে চলমান তীব্র খরার মধ্যে মাজানদারান প্রদেশের হিরকানিয়ান অরণ্যে দাবানল শুরু হয়েছে। গত সাত দিনেরও বেশি সময় ধরে এই অরণ্য এবং তার পার্শ্ববর্তী অঞ্চল পুড়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রোববার এএফপিকে জানিয়েছেন, এক সপ্তাহের চেষ্টার পর আগুনের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, হিরকানিয়ান অরণ্যের এই দাবানল প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট কারণে সৃষ্টি হয়েছে।
হিরকানিয়ান অরণ্য কাস্পিয়ান সাগরের ইরানের অংশের তটরেখা থেকে পাহাড়ি অঞ্চলে বিস্তৃত। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, অরণ্যের বয়স কমপক্ষে আড়াই থেকে পাঁচ কোটি বছর এবং এটি বিশ্বের প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বনগুলোর মধ্যে একটি। এখানে এশীয় চিতা, পারসিয়ান চিতাবাঘসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী ও অগণিত পাখির আবাস। কিছু গাছের প্রজাতি একমাত্র এই অরণ্যেই পাওয়া যায়।
দাবানল এখন পর্যন্ত লোকালয়ে ছড়িয়ে পড়েনি, তাই কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মাজানদারান প্রাদেশিক সরকার জানায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই প্রায় ১,৫০০ একর হিরকানিয়ান অরণ্য পুড়ে গেছে।
এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, রোববার দক্ষিণপশ্চিম ইরানের জোলফা শহরের সংলগ্ন অরণ্যেও দাবানল দেখা দিয়েছে।
এই দাবানল এমন এক সময়ে ঘটছে, যখন ইরান তীব্র খরায় বিপর্যস্ত। রাজধানী তেহরান ও বিভিন্ন গ্রাম শহরে পানি রেশনের ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬০ বছরে দেশে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি।
সূত্র: এএফপি