ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই: ইরান


ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই: ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। কারণ ইসরায়েল একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করছে।’

রোববার বৈরুতের দক্ষিণাঞ্চল হারেত হরেইকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ নিহত হন।

২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর থাকলেও, লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময়ে ইসরায়েল ৫ হাজার ৩৫০ বার হামলা ও অনুপ্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে ১৬৯টি সমুদ্রপথ, ২ হাজার ১৮৯টি স্থলপথ এবং ২ হাজার ৯৮৩টি আকাশপথে হামলা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×