আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী


আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আফগান তালেবানদের প্রতি পাকিস্তানের আস্থাহীনতা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্টভাবে বলেছেন—পাকিস্তান এখন তালেবানদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তাদের কাছ থেকে আর ‘কোনো ভালো কিছু’ আশা করছে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে অবশেষে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো শান্তি প্রতিষ্ঠায় হস্তক্ষেপ করতে বাধ্য হবে। তার সতর্কবার্তা, ‘এতে বেশি সময় লাগবে না; অন্যথায়, তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের সম্পূর্ণ বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত পতনের দিকে পরিচালিত করবে।’

অন্যদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, মঙ্গলবার রাতে পাকিস্তান খোস্তে বোমা হামলা চালিয়েছে এবং কুনার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা হয়েছে। তিনি এ অভিযোগ ‘এক্স’–এ দেওয়া এক পোস্টে তুলে ধরেন।

তবে এসব অভিযোগ শক্তভাবেই নাকচ করেছেন খাজা আসিফ। জিও নিউজকে তিনি বলেন, ‘এই মুহূর্তে দুটি জিনিসই অস্তিত্বহীন। কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমরা অন্তত প্রতিক্রিয়া জানাই। কিন্তু বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা আমাদের মোটেও আচরণ নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের একটি সুশৃঙ্খল বাহিনী আছে যার ঐতিহ্য এবং আচরণবিধি আছে। আমরা তালেবানদের মতো কোনো উগ্র গোষ্ঠী নই, যাদের আচরণবিধি নেই, ধর্ম নেই বা ঐতিহ্য নেই।’

গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্র হয়ে উঠেছে, চলছে হামলা–পাল্টা হামলার অভিযোগ।

তালেবানদের প্রতি হতাশা ব্যক্ত করে খাজা আসিফ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না সব সীমা লঙ্ঘন করা হয় ততক্ষণ পর্যন্ত আশা রাখা উচিত। কিন্তু আজ, আমরা তাদের সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আশা নেই।’ তিনি জানান, আফগানিস্তান সফরে তিনি তাদের স্বাগত জানালেও সেই সফর থেকে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তার ভাষায়, তালেবানরা শেষ পর্যন্ত ‘তাদের নিজস্ব দেশকে ধ্বংস করছে’।

তিনি আরও বলেন, তুরস্ক, ইরান ও কাতারসহ পাকিস্তানের মিত্ররা আঞ্চলিক শান্তির আহ্বান জানাচ্ছে। তাদের বিশ্বাস, এতে সবারই উপকার হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি তিনি স্পষ্ট জানান—আফগান তালেবানরা যদি ভারতের সঙ্গে বাণিজ্য করতে চায়, পাকিস্তান এতে ‘কোনো পরোয়া করে না।’

সূত্র: দ্য ডন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×