‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা


‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে তীব্র আক্রোশ প্রকাশ করেছেন। এবারে কারণ বিমান সংস্থার লাইসেন্সজনিত ত্রুটি, যা তাকে হেলিকপ্টারে বনগাঁ সফর করতে বাধা দিয়েছে। মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ওরে, আমার সাথে খেলতে যাস না।”

মঙ্গলবার বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণের কথা ছিল তার। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী হেলিকপ্টার ব্যবহার করার পরিকল্পনা থাকলেও, লাইসেন্সজনিত সমস্যার কারণে শেষ মুহূর্তে তাকে সড়কপথে অনুষ্ঠানে পৌঁছাতে হয়।

মুখ্যমন্ত্রীর সফরের আগে হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হয়েছিল এবং তখন কোনো লাইসেন্স সমস্যা জানানো হয়নি। কিন্তু সফরের দিন দুপুরে হঠাৎ বিমান সংস্থা জানিয়েছে হেলিকপ্টার উড়তে পারবে না। এ ঘটনার পর তিনি সভায় প্রথমে বিদ্রুপ স্বরে ক্ষমা চাইলেন দেরির জন্য।

পরবর্তীতে তিনি বলেন, “দেরি হওয়ার পেছনে একটা মজা আছে। বহু মাস আমি হেলিকপ্টার ব্যবহার করি না। অনেক অনুষ্ঠান থাকায় সেদিন হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, হঠাৎ খবর এলো, হেলিকপ্টার যাবে না। নির্বাচন তো শুরুই হয়নি, তার আগেই সংঘাত শুরু হয়ে গেল!”

বিজেপিকে সতর্ক করে মমতা বলেন, “আমি বারবার বলি, আমার সাথে খেলতে যেন না আসে। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। যা ধরলে শেষ না করি, ছাড়ি না। তাই হেলিকপ্টার বাতিল করলেও আমার কিছু যায় আসে না।”

এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, ভোটার তালিকা সংশোধন, বিমান সমস্যা কিংবা রাজনৈতিক বাধা—কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রবলতা কমাতে পারছে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×