ইমরান খানের বোনদের ওপর পুলিশের নির্মম হামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত তিন সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না। কারাগারে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্যও অজানা। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়ায় আরও বাড়ছে।
এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু করেন ইমরান খানের তিন বোন নরিন, আলিমা ও উজমা খান। বিক্ষোভের সময় পুলিশ তাদের ওপর লাঠিপেটা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরানের সমর্থকরাও শান্তিপূর্ণ অবস্থান নেয়ার সময় পুলিশের হামলার শিকার হয়েছেন।
ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। তার বোনদের অভিযোগ, গত তিন সপ্তাহ ধরে তারা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেননি। এ কারণে তারা কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন, কিন্তু পুলিশের আকস্মিক হস্তক্ষেপে তারা আহত হন।
নরিন খান পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ারকে পাঠানো চিঠিতে লিখেছেন, “আমরা শান্তিপূর্ণভাবে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলাম। কোনো রাস্তা অবরোধ করি নি, জনদূর্ঘটনা সৃষ্টি করি নি। হঠাৎ এলাকা অন্ধকার করে দেওয়া হয়, স্ট্রিটলাইট বন্ধ করা হয় এবং পুলিশ নির্মমভাবে হামলা চালায়।”
৭১ বছর বয়সী নরিন বলেন, “আমার চুল ধরে টেনে মাটিতে ফেলে রাস্তা দিয়ে টেনে নেওয়া হয়েছে। এতে আমি আহত হয়েছি।” তিনি আরও জানান, উপস্থিত অন্যান্য নারীরাও একইভাবে থাপ্পড় ও টেনে হিঁচড়ে নেওয়ার ঘটনা দেখেছেন।
বোনদের দাবি, পিটিআই চিফের সঙ্গে সাক্ষাতের অনুরোধকে অপরাধ হিসেবে দেখিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পিটিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইমরান খানকে কারাগারে একেবারেই বিচ্ছিন্ন রাখা হয়েছে। তাকে অন্য বন্দির সঙ্গে দেখা, বই বা প্রয়োজনীয় জিনিসপত্র এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি সীমিত করা হয়েছে। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, “এখানে আইনের কোনো নিয়ম নেই। জঙ্গলের আইন চলছে, যেখানে শুধুই শাসকের অধিকার প্রযোজ্য।”
পিটিআইয়ের অভিযোগ, খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদি সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি। জেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে একজন সেনা কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।