হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩


হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গুরুতর দগ্ধ আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন সংবাদ সম্মেলনে হতাহতের হালনাগাদ তথ্য জানান।

তিনি বলেন, “ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। আটটি ব্লকের এই বৃহৎ আবাসিক কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

টেলিভিশনে প্রচারিত লাইভ ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণমাচা থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ অগ্নি সতর্কতা জারি করেছে।

আগুন নেভানোর কাজ শুরু হওয়ায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে।

এলাকাটি ঘিরে জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে। এর আগে গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় একটি ভবনের মাচায় আগুন লেগে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সূত্র: এএফপি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×