নিজস্ব প্রযুক্তির জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান


নিজস্ব প্রযুক্তির জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির নৌবাহিনী এই পরীক্ষার তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি জল এবং স্থল- উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এছাড়া, ক্ষেপণাস্ত্রটির অত্যাধুনিক কৌশলগত বৈশিষ্ট্য দেশীয় প্রযুক্তিগত ক্ষমতার প্রমাণ বহন করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং প্রকৌশলীরা পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। আইএসপিআর জানিয়েছে, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীর অঙ্গীকারকেও প্রতিফলিত করে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেওয়া ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, ৩০ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে। সেই ক্ষেপণাস্ত্র ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে আইএসপিআর জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×