কারাগারে ইমরান খানকে হত্যার গুঞ্জনে সরব সোশ্যাল মিডিয়া


কারাগারে ইমরান খানকে হত্যার গুঞ্জনে সরব সোশ্যাল মিডিয়া

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন কি না, তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জল্পনা চলছে। একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে তাকে ‘রহস্যজনক পরিস্থিতিতে’ হত্যা করা হয়েছে। বিষয়টি দেশটির রাজনীতিতে উত্তেজনা এবং বিতর্কের সৃষ্টি করেছে।

আফগানিস্তানের কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইমরানকে জেলের ভেতর হত্যা করে তার দেহ গোপনে জেলচৌহদ্দির বাইরে নেওয়া হয়েছে। একই দাবি আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও সমর্থিত পোস্টে প্রকাশিত হয়েছে।

ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা জেলে বন্দি আছেন। তার গ্রেফতারির প্রতিবাদে সম্প্রতি জেলের সামনে কয়েক হাজার পিটিআই সমর্থক বিক্ষোভও করেছেন। তবে জেলবন্দি ইমরানকে নিয়ে এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়।

পিটিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানের তিন বোন দীর্ঘদিন ধরে তাকে দেখার অনুমতি চাইছিলেন। এ বিষয়ে তারা এক মাস ধরে রাওয়ালপিণ্ডি জেলের বাইরে ধর্না দিয়েছিলেন। দলের অভিযোগ, পুলিশের হামলায় ওই তিন বোনকে মারধর করা হয়। এই ঘটনার পর ইমরানকে কেন্দ্র করে নতুন করে সন্দেহ এবং প্রশ্ন সৃষ্টি হয়েছে।

ইমরানের তিন বোন ইতিমধ্যে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ঘটনার সত্যতা বা জল্পনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×