হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি


হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

ওয়াশিংটন ডিসির ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউসের অদূরে দিনের আলোয় গুলির ঘটনা শহরজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। বুধবার ২৬ নভেম্বর দুপুরে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে চালানো এ হামলায় আহত দুজনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করা হয়েছে।

ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় আছেন।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের বলেন, আহত দুই গার্ড সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, ঘটনাটিকে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করে ফেডারেল এবং স্থানীয় পর্যায়ে যৌথ তদন্ত শুরু হয়েছে।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল নিশ্চিত করেছেন, হামলায় একজনই জড়িত ছিলেন। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হামলার পরপরই ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি প্রথমে দাবি করেছিলেন যে আহত দুই ন্যাশনাল গার্ড সদস্য মারা গেছেন। পরে সংশোধিত তথ্যে জানানো হয়, তারা জীবিত রয়েছেন, তবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×