সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ


সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি আরও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।”

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচনে যোগদানের আগে পদত্যাগ করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।” তবে নির্বাচনের অন্যান্য সরকারি প্রক্রিয়া ও বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ের আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো।”

এছাড়া তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগে কঠোর অবস্থান নেয়ার কথাও জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আসে, দুদক তদন্ত করতে পারে। প্রমাণ পাওয়া গেলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×