৪৫তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ, ৫৪৫ প্রার্থী সাময়িক সুপারিশপ্রাপ্ত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৪৫ প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার আওতায় ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২ এর অধীনে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে ৫৪৫ প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের পত্রের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৪৫৭টি শূন্য পদ ৪৫তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার করা হয়েছিল। ফলে এসব পদে প্রার্থীদের সুপারিশ কার্যকর হয়নি।
মনোনীত প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্যের ভিত্তিতে সুপারিশ প্রদান করা হয়েছে। তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে সব সনদ ও ডকুমেন্টের সত্যতা যাচাই করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যদি জ্ঞাতসারে মিথ্যা তথ্য দেন, তথ্য গোপন করেন, জাল সনদ জমা দেন, বয়স বা শিক্ষাগত যোগ্যতার তথ্য পরিবর্তন করেন বা প্রতারণার সঙ্গে যুক্ত থাকেন—তাহলে তার মনোনয়ন বাতিল হবে। গুরুতর অপরাধ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। চাকরিতে যোগদানের পরও এসব তথ্য প্রমাণিত হলে বরখাস্তসহ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
মনোনীত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই, উচ্চতা, বুকের মাপ ও ওজন যাচাইসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।
পিএসসি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে। মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ সম্পন্ন করবে।
৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।