আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল


আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিএনপি মহাসচিব পৌঁছান বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সেদিন বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। বিকেল ৫টার কিছু পর মঞ্চে বক্তব্য শুরু করলেও প্রায় ৫টা ২০ মিনিটে হঠাৎ দুর্বল হয়ে পড়ে যান তিনি। আশপাশে থাকা দলের অন্য নেতারা তাকে দ্রুত ধরে সহায়তা করেন এবং মাথায় বাতাস দেন।

কিছু সময় পর পুনরায় বক্তব্য শুরু করলেও মাত্র এক মিনিট যেতে না যেতেই তিনি আবার শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। ডান হাতে বুক চেপে ধরেন এবং আবারও মঞ্চে পড়ে যান। পরে দলীয় নেতারা তাকে বসিয়ে দেন এবং বসা অবস্থাতেই তিনি বক্তৃতা চালিয়ে যান।

এ সময় জামায়াত আমির উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, আমি ততক্ষণই বাঁচব। এক মিনিটও বাড়তি নয়। তাই কেউ বিচলিত হবেন না।”

তিনি আরও বলেন, আল্লাহ যেন তাকে ‘শহীদ’ হিসেবে কবুল করেন— এই প্রার্থনাও করেন। এরপর স্লোগান দিয়ে “আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ” বলে বক্তব্য শেষ করেন তিনি।

সমাবেশে তার এই পরিস্থিতি দেখে উপস্থিত নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেন এবং পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×