নির্বাচনে জোট করবো না, সমঝোতা করবো: জামায়াত আমির


নির্বাচনে জোট করবো না, সমঝোতা করবো: জামায়াত আমির

আগামী জাতীয় নির্বাচনে কোনও জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতার জন্য তৎপর থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সকাল সোয়া ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা- সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, কাউকে জোর করে যুক্ত করা হবে না। অংশ নিতে না চাইলে তাদের জোর করে যুক্ত করার প্রয়োজনও নেই। আমরা জোট করবো না, তবে নির্বাচনী সমঝোতা করবো।”

জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। “জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায় জামায়াতে ইসলামী,” বলেন তিনি।

এ দিন সিলেটে পৌঁছানো ডা. শফিকুর রহমানের এটি প্রথম সফর, যা তার তৃতীয়বারের জন্য জামায়াত আমির নির্বাচিত হওয়ার পর অনুষ্ঠিত হলো। বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপও করেন তিনি।

সিলেটে আগমনের আগে ভোর থেকেই দলীয় নেতাকর্মীরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় তিনি সিলেটের উদ্দেশ্যে বিমানে ওঠেন।

জানা গেছে, তার আগমন উপলক্ষে জেলা ও মহানগর জামায়াত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মহানগর কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা আয়োজন করে।

এর আগে পবিত্র উমরা পালন শেষে ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন। সফরের সময় তিনি সরকারি ও বেসরকারি বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×