বিএনপিকে অবজ্ঞার ফল ভাল হবে না: মির্জা ফখরুল


বিএনপিকে অবজ্ঞার ফল ভাল হবে না: মির্জা ফখরুল

বিএনপিকে অবমূল্যায়ন বা অবজ্ঞা করলে এর পরিণতি শুভ হবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে হবে। পাশাপাশি উপদেষ্টাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “রাজনৈতিক দলকে তারা হাতের খেলনা মনে করছেন।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোন ভেসে আসা দল না।”

তিনি আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপি ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।”

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, “আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×