২০১৪ সালে নিজ নেতাদের ফাঁসির সময় জামায়াত গর্তে ছিল: ডা. জাহেদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, যখন ব্যারিস্টার আরমান গুম ছিলেন, তখন জামায়াতে ইসলামীকে তার মুক্তির পক্ষে লড়াই করতে দেখেননি। তিনি উল্লেখ করেছেন, ২০১৪ সালের পর দলীয় নেতাদের ফাঁসির ঘটনা ঘটার পর তারা কার্যত গর্তে লুকিয়েছিলেন। সেই সময়ে ব্যারিস্টার আরমানের মুক্তির আন্দোলন শুরু করেছিলেন সানজিদা তুলি।
শনিবার (১৫ নভেম্বর) তিনি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব মন্তব্য করেন।
ডা. জাহেদ বলেন, "তুলি মায়ের ডাক’ নামক সংগঠনটির মাধ্যমে গুম হওয়া মানুষদের সন্ধান করেছেন এবং সরকারের ওপর চাপ তৈরি করেছেন। এ লড়াইয়ে যে পরিমাণ ঝুঁকি তারা নিয়েছেন, তা আমরা প্রত্যক্ষ করেছি। এজন্য কারো গল্প শোনার দরকার নেই।”
তিনি আরও বলেন, “তুলি ও তার মা, এবং আরও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াই চালিয়েছেন। এই আন্দোলনের অংশ হিসেবে ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার আযমীর মুক্তির দাবি সহ সব গুম হওয়া মানুষের মুক্তি চাওয়া হয়েছে। পুনরায় বলছি, আরমান ও আযমীর মুক্তির লড়াই জামায়াতে ইসলামী করেনি, এটি তুলি করেছেন। এই উদ্যোগে রাজনৈতিক দলও ছিল, ব্যক্তিরাও ছিলেন; তারা সাহসীভাবে এগিয়ে এসে কাজ করেছেন।”