ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে বিএনপির বৈঠক


ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে বিএনপির বৈঠক

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আজ রাতে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। কূটনৈতিক অঙ্গনে আলোচিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রোববার ২৩ নভেম্বর রাত ৮টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে থাকছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দলীয় সূত্র জানায়, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিদ্যুৎ আমদানি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×