আজ খালেদা জিয়াকে নেওয়া হবে এভারকেয়ার হাসপাতালে


আজ খালেদা জিয়াকে নেওয়া হবে এভারকেয়ার হাসপাতালে

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রাতে হাসপাতালে নেওয়া হচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে গুলশানস্থ বাসা ফিরোজা থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় ১১৭ দিন লন্ডনে অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×