নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী


নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিকে “শতভাগ যৌক্তিক” বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান নন-এমপিও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, “স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষিত মানুষ আজ ফুটপাতে বসে অনশন করছেন, কিন্তু সরকার-প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণেই শিক্ষকরা অনাহারে জীবনযাপন করছেন। এটি শুধু সরকারের নয়, জাতির জন্য লজ্জাজনক।”

তিনি দ্রুত নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রিজভী বলেন, “প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন বলে বিএনপি বিশ্বাস করে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×