নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার


নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও দলনেত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়ার পরই তাকে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বলেন, “চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।”

এভার কেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে। ভর্তি হওয়ার পরই কয়েকটি পরীক্ষা করা হয়। এরপর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে অংশ নেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং লন্ডন ও যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, “মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের চিকিৎসা শুরু হয়েছে। গত কয়েক মাস ধরেই উনি ঘন ঘন অসুস্থ হচ্ছেন। আজ এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার প্রধান কারণ হলো তার একাধিক সমস্যার একসাথে দেখা দেওয়া। তার বুকের সংক্রমণও রয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×