কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১৯ এম, ২৬ নভেম্বর ২০২৫
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।’
মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির একটি বিবৃতিতে এ সমবেদনা জানান তিনি। বিবৃতিটি স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
বিবৃতিতে তারেক রহমান উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তি ও আশপাশের এলাকায় যে অগ্নিকাণ্ড ঘটে, তা দ্রুতই দাউদাউ করে ছড়িয়ে পড়ে, ফলে দমকল বাহিনীর জন্য আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। আগুনে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে বহু পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, কড়াইলের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জীবনবাজি রেখে যে প্রচেষ্টা চালিয়েছেন, বিএনপি তাদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে। তাদের এই আন্তরিকতা দেশের মানুষকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, অগ্নিকাণ্ডের দ্রুত অবসান ঘটবে এবং কোনো প্রাণহানি হবে না। সেই প্রার্থনাই তিনি মহান আল্লাহর কাছে করেছেন।