একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল


একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল

একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা ঘটবে বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা নিছক অরাজকতা তৈরির প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগী থাকা সেই শক্তিগুলোর এখন আর কোনো সুযোগ নেই। ফখরুলের দাবি, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতেই জনগণের কাছে যাচ্ছে।

বুধবার ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সুইহারীবাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ক্ষমতায় আনা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। এসময় তিনি দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×