আপ বাংলাদেশকে চায় না এনসিপি, পেছালো জোট গঠন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৩৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনের প্রস্তুতি সাপেক্ষে নতুন রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা থাকলেও এনসিপির আপত্তির কারণে আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে প্রস্তাবিত জোটের ঘোষণা স্থগিত হয়েছে। এর ফলে চার দলের যৌথ জোটের আত্মপ্রকাশ কয়েক ধাপে পিছিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় শহীদ আবু সাঈদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশের জন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, "বৈঠক স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এটা হঠাৎ করে মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভেতরে ডিসকাশনের কিছু বিষয় আছে। এনসিপির অনেক জুনিয়র নেতারা আছে, বোঝার জায়গা আছে, এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি।"
তিনি আরও বলেন, "এনসিপি আপ বাংলাদেশকে নিতে চাচ্ছে না। তাদের নিজেদের মধ্যে কোন্দল আছে। জোট হবে তবে একটু দেরি হচ্ছে।"
নতুন জোট গঠনের প্রাথমিক আলোচনায় চারটি দল যুক্ত ছিলো - জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ এই চার দল মিলিত হয়ে নতুন জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও বৈঠকটি শেষ পর্যন্ত স্থগিত হয়েছে।
একটি এনসিপি সূত্র জানিয়েছে, গত রাতে দলের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠকে আপ বাংলাদেশকে জোটে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি পাশ করতে পারেনি। দলের একাংশ আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি নয়। এ কারণে জোট গঠনের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা বলেন, "গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট হবে না। এখন যদি অন্যান্য দল বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোটে যাবে না, তাহলে জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনার প্রক্রিয়া চলছে। আজকের বৈঠক আপাতত হচ্ছে না।"
ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, "জোটগঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারবো।"
আপনাদের জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি।"