আড়াই ঘণ্টার অভিযানে জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার ২৩


আড়াই ঘণ্টার অভিযানে জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার ২৩

ঢাকা ‍উত্তর সিটির মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে বিভিন্ন অবরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এই বিশেষ অভিযান চালানো হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম এই অভিযান চালান।

তালেবুর রহমান বলেন, ‘মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×