বাংলাদেশ-চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস


বাংলাদেশ-চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। আজ রবিবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় উভয়পক্ষই বাণিজ্য, চিকিৎসা, পর্যটন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধির আশ্বাস দেন।

পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ইউনান প্রদেশ এবং চট্টগ্রামের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনসহ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×