নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা


নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আসন্ন নির্বাচনের আগে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস উপস্থিত ছিলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “নতুন বছরের নতুন বই ছাপা হয়ে এরইমধ্যে গুদামে আসতে শুরু হয়েছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।”

তিনি আরও জানান, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ইতিমধ্যে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, “ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র আমূল পরিবর্তন হবে।”

পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেধা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×