সরকারি ২৭ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ


সরকারি ২৭ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

দেশের সরকারি কলেজগুলোর প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন করে ২৭টি সরকারি কলেজে অধ্যক্ষ এবং আরও ৫টি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের মোট ৩২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হামিদ। ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল আজাদ এবং উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনার রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হামিদ এবং বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান।

একই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক এস এম শফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান এবং গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×