৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল


৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

রংপুর বিভাগের ৫৩ জন জুলাই যোদ্ধার নাম সরকারি গেজেট থেকে একযোগে বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তালিকা নিয়ে নানা অভিযোগ ও অসঙ্গতি সামনে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাতিলের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১(৪) ধারা এবং Rules of Business 1996–এর Gi Schedule-1 (Allocation of Business) এর ২৩ নম্বর ক্রমকে ভিত্তি করে মন্ত্রণালয় এই ক্ষমতা প্রয়োগ করেছে।

এতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত ৫৩ জনের নাম সরকার কর্তৃক বাতিল করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তালিকা যাচাই–বাছাই নিয়ে চলমান প্রক্রিয়া সম্পর্কে কিছু দিন আগে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘আগের তালিকাগুলো (গেজেট) যাচাই-বাছাই হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্র-পত্রিকাতেও এসেছে যে, আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না। সেগুলো নিয়ে সরকার চিন্তিত।’

এ বছরের ৩ আগস্ট শহীদদের তালিকা থেকেও আটজনের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়।

সরকারি হিসাবে বর্তমানে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জনে। তবে জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের মতো সিদ্ধান্ত এই প্রথম। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ) — তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×