রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

হঠাৎ দুলে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পে কয়েক সেকেন্ডের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে নাগরিকদের মাঝে।

তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং কম্পনের কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের কাছাকাছি এলাকা।

ভূমিকম্প শুরু হতেই ঢাকার বহু এলাকায় মানুষ ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে কম্পন স্বল্প সময় স্থায়ী হওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×