ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭।

উৎপত্তিস্থল এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। এই তথ্যও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গতকাল (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এতে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×