ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে: সিইসি


ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরও শক্তিশালী করতে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে একদিনব্যাপী সংলাপে মিলিত হয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০:৩০ টায় নির্বাচন ভবনে শুরু হওয়া সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত। তিনি বলেন, "আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে।"

সংলাপে সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য উৎসাহিত করেন। তিনি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুইটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে বলেন।

সিইসি বলেন, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া, যারা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাবেন, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×