ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে: ইসি সানাউল্লাহ


ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে: ইসি সানাউল্লাহ

আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনে কোনো ধরনের ব্যত্যয় ঘটালে তাকে বিনা ছাড় দেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে তিনি এসব মন্তব্য করেন।

পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষপাতিত্ব করতে পারবে না। পর্যবেক্ষক হিসেবে নামের তালিকা নির্বাচন কমিশনে তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে জমা দিতে হবে। তিনি আরও বলেন, মানহীন পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই; আমরা শুধুমাত্র মানসম্পন্ন এবং নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই। এছাড়া কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবে না। তাদের অবশ্যই নিজ দেশের আইন অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে হবে।

পর্যবেক্ষকদের কাজের সময়সীমা সম্পর্কেও তিনি জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন; এই তিনদিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষকদের প্রতিহত করতে এবার নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×