বাংলাদেশকে সামুদ্রিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব পাকিস্তানের


বাংলাদেশকে সামুদ্রিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব পাকিস্তানের

সামুদ্রিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) মধ্যে একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহনবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাব উত্থাপন করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত কাঠামোয় যৌথ কনটেইনার ও বাল্ক শিপিং সেবা চালু, প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন উন্নয়ন, পারস্পরিক বন্দর-কল সুবিধা প্রদান এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত যোগাযোগ বৃদ্ধির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

পাকিস্তানের মন্ত্রী আইএমও, আইএলও এবং বিভিন্ন আঞ্চলিক সামুদ্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র পরিবহন-সম্পর্কিত ইস্যুতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, বন্দর-থেকে-বন্দর ঘনিষ্ঠ যোগাযোগ সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক প্রতিবন্ধকতা হ্রাস করতে এবং দক্ষিণ এশিয়ায় বাণিজ্য একীভূতকরণের নতুন সুযোগ তৈরি করতে সহায়ক হবে।

বৈঠকে দুই পক্ষই পাকিস্তান-বাংলাদেশ সমুদ্র সংলাপ চালুর বিষয়ে সম্মত হয়। পাশাপাশি বন্দর উন্নয়ন, জাহাজ চলাচল খাত, সুনীল অর্থনীতি, মৎস্যসম্পদ এবং সমুদ্রসম্পর্কিত উদীয়মান অন্যান্য বিষয়ে নিয়মিত আলোচনা নিশ্চিত করতে একটি কাঠামোগত প্ল্যাটফর্ম তৈরির কথা উল্লেখ করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×