গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন হয়েছে: আসিফ নজরুল


গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন হয়েছে: আসিফ নজরুল

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে একই দিনে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদিত হয়।

ড. আসিফ নজরুল বলেন, “আজ বা আগামীকাল এর প্রজ্ঞাপন জারি করা হবে। গণভোটে একটি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×