নৌবাহিনীর সমুদ্র মহড়ায় বঙ্গোপসাগরে সতর্কবার্তা


নৌবাহিনীর সমুদ্র মহড়ায় বঙ্গোপসাগরে সতর্কবার্তা

নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে। মহড়ার সময় এলাকাটি বিপজ্জনক হওয়ার কারণে সংশ্লিষ্টদের নিরাপদ দূরত্বে নৌযান চলাচলের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের সতর্ক করা হচ্ছে, কারণ নৌবাহিনীর জাহাজ মহড়ার সময়ে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। বিপজ্জনক এলাকা নির্দিষ্ট করা হয়েছে—পতেঙ্গা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কুতুবদিয়া থেকে ১১ কিলোমিটার পশ্চিম, কক্সবাজার থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিম এবং হাতিয়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “বিপজ্জনক এলাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সকল প্রকার নৌযানকে ওই এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচল করতে অনুরোধ করা হলো।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×