তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার


তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধের যেকোনো সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা জানান।

সানাউল্লাহ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে। নির্বাচনের প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।”

পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন, “কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষপাতিত্ব করতে পারবে না। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা কমিশনে জমা দিতে হবে। আমরা শুধুমাত্র মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই। পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া পর্যবেক্ষক শনাক্তে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।”

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, “কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে হলে তারা তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী আবেদন করতে হবে।”

সংলাপে আসা পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিরা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রে বাধাহীন প্রবেশ, পোস্টাল ব্যালট পর্যবেক্ষণ, ভোটের তিন দিন আগে পরিচয়পত্র প্রদানের মতো বিভিন্ন সুপারিশ দেন।

এ সময় নির্বাচক কমিশন ২০২৩ সালের পুরোনো পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে। গত জুলাইয়ে দায়িত্ব পালন করা ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছিল। দুই মাস পর নতুনভাবে ৮১টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। মঙ্গলবার সকাল ও বিকালে দুই পর্বে সংলাপে অংশগ্রহণ করেন এসব সংস্থার প্রতিনিধিরা।

সংলাপে অংশগ্রহণকারী সংস্থাগুলো ভোটকেন্দ্রে বাধাহীন পরিবেশ, আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিতসহ ভোটের আগে ও পরে ১০ দিন করে সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×