পররাষ্ট্র সচিবের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ


পররাষ্ট্র সচিবের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর করতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।

থাই দূতাবাস জানায়, গত ২০ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রথমবারের মতো রানং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সামুদ্রিক বাণিজ্য রুট চালু করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতে থাইল্যান্ড-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার সম্ভাবনাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি চলতি বছরের ৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×