৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা


৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

মাত্র এক দিনের ব্যবধানে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবুও প্রার্থীরা তাদের দাবির পক্ষে আন্দোলন থামাচ্ছেন না। লিখিত পরীক্ষার তারিখ পেছানোর জন্য তারা নতুন করে আন্দোলন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহীদ মিনার থেকে আবারও যমুনা নদীর দিকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া প্রার্থীরা জানিয়েছেন, “আমাদের যৌক্তিক দাবি না মেনে বরং পুলিশ দিয়ে নিপীড়ন করা হয়েছে। কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব।“

তাদের মতে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে আন্দোলনের সঙ্গে সংহতি জানাবেন। তবে কোন দলের নেতা উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে প্রার্থীরা আন্দোলন করছেন। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। শাহবাগ ছাড়াও দেশের অন্যান্য শহরে প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীরা বিক্ষোভ করেছেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের বিশেষ বিষয়গুলোর লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×