৪৯তম বিসিএসের তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৪১ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
৪৯তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে মনোনীত তিন প্রার্থীর নিয়োগ আপাতত স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এ সিদ্ধান্তের কথা জানায়।
পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ এবং ১২০০৩৩১৪—এ দুই পরীক্ষার্থীকে ইংরেজি বিভাগের প্রভাষক পদে এবং রেজিস্ট্রেশন নম্বর ১৫৬০৩৭০৫—কে সমাজকল্যাণ বিভাগের প্রভাষক পদে মনোনয়ন দেওয়া হয়েছিল।
তবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ না থাকায় তাদের নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, স্থগিত প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) ডিগ্রির মূল বা সাময়িক সনদ জমা দিতে হবে।
সনদ যাচাইয়ের পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।