অপরিচিতদের সচিবালয়ে পাস না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের


অপরিচিতদের সচিবালয়ে পাস না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অপরিচিতদের ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব মহোদয়দের একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের জন্য OTP প্রদান করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, OTP প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে OTP নিয়ে কিছু দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ফলে সচিবালয়ের কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে OTP প্রদান করা থেকে বিরত থাকুন এবং অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে OTP দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×