ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৪০ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
বঙ্গোপসাগর বর্তমানে অস্থির। মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল এবং পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, যতই শক্তিশালী হোক না কেন, ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ বাংলাদেশের দিকে আঘাত হানবে না। একইভাবে বঙ্গোপসাগরের লঘুচাপও ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশে আসার আশঙ্কা নেই।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ‘শেন-ইয়ার’, যা বাংলায় ‘সিংহ’ অর্থাৎ শক্তিশালী ও সাহসী বোঝায়।